🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বদলা: একই পরিবারের চার জনকে মেরে ঝুলিয়ে দিল মাওবাদীরা

By Kolkata24x7 Desk | Published: November 14, 2021, 6:55 pm
Naxals brutally kill four members of a Dalit farmer’s family
Ad Slot Below Image (728x90)

News Desk: বিহারের গয়া জেলায় রীতিমত বদলা নিল মাওবাদীরা। গয়া (gaya)জেলার মউনবার এলাকায় একই পরিবারের চারজনকে হত্যা করল মাওবাদীরা। একই সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল দু’টি বাড়ি। পুলিশের চর সন্দেহেই চার গ্রামবাসীকে মাওবাদীরা (maoist) মেরে ঝুলিয়ে দিয়েছে। কেন ওই চারজনকে হত্যা করা হয়েছে সে কথা দেওয়ালে লিখে রেখে গিয়েছে মাওবাদীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। আশপাশের ঘন জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে্ আছে কিনা তা জানতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুলিশ জানিয়েছে, মউনবার এলাকায় সরযূ সিং ভক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটে। শুধু বিস্ফোরণই (blast) নয়, ওই বাড়ির চার সদস্যকে মেরে ঝুলিয়ে দেয় মাওবাদীরা। মৃতদের মধ্যে দুজন মহিলা। মাওবাদীরা যে চারজনকে খুন করেছে তাঁরা হলেন, সত্যেন্দ্র সিং, মহেন্দ্র সিং, সুনীতা সিং এবং মনোরমা দেবী।

Ne-militants-training-base

চারজনকে খুন করার পর কেন তাদের হত্যা করা হয়েছে সেকথা মাওবাদীরা স্পষ্ট করে দেওয়ালে লিখে রেখে গিয়েছে। মাওবাদীরা দেওয়ালে লিখে গিয়েছে, ওই পরিবারের সদস্যরা ষড়যন্ত্র করে চার মাওবাদীকে হত্যা করেছিল। ওই পরিবারের সদস্যরা ছিল পুলিশের চর। পুলিশের কথা মতোই তারা অমরেশ কুমার, সীতা কুমার, শিবপুজন কুমার এবং উদয় কুমার নামে চার মাওবাদীকে বিষ খাইয়ে খুন করেছিল। সেই হত্যার বদলা নিতেই চারজনকে মেরে ঝুলিয়ে দেওয়া হল।

<

p style=”text-align: justify;”>যদিও পুলিশ মাওবাদীদের এই বক্তব্য উড়িয়ে দিয়েছে। ওই পরিবারটি যে তাদের কথা মতো চলত সেকথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার। মাওবাদীদের এই নৃশংস আচরণ প্রসঙ্গে গয়া জেলার এএসপি আদিত্য কুমার (aditya kumar) বলেন, “এনকাউন্টারেই চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতেই চার নিরীহ মানুষকে খুন করল মাওবাদীরা। চার মাওবাদীর মৃত্যুর সঙ্গে পরিবারটির কোনও সম্পর্ক ছিল না। চার সাধারণ গ্রামবাসীকে খুন করে কাপুরুষোচিত কাজ করল মাওবাদীরা। প্রসঙ্গত, ২৪ ঘণ্টা আগেই মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেয়েছে মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে (garchirouli) পুলিশের অভিযানে খতম হয়েছে ২৬জন মাওবাদী। গতকালের ওই সংঘর্ষে মাওবাদীদের পালটা গুলিতে ৪ জন পুলিশ কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles