🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

পাওয়ার প্লে? প্যাঁচে পড়লেন মমতা! কংগ্রেসের সঙ্গে দূরত্বে নারাজ শিব সেনা

By Kolkata24x7 Desk | Published: December 4, 2021, 5:41 pm
Shiv Sena slams Mamata’s no UPA remark
Ad Slot Below Image (728x90)

News Desk: দলীয় মুখপত্রে শিব সেনার হুঁশিয়ারি এমন, যদিও তিনি (মমতা) পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস, বাম ও বিজেপিকে শেষ করেছেন, কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখলে ফ্যাসিস্ট শক্তিকে আরও বেশি শক্তিশালী করা হবে’। এই হুঁশিয়ারি আসলে ‘সামনা’ সংবাদপত্রের সম্পাদকীয়। সেটি প্রকাশ করা হলো, তৃণমূল কংগ্রেস নেত্রীর মহারাষ্ট্র সফরের পর।

রাজনৈতিক মহলের বিশ্লেষণ, মুম্বই থেকে খালি হাতেই ফিরতে হয়েছে মমতাকে। তিনি যে লক্ষ্য নিয়ে মম্বই গিয়েছিলেন তা সফল হলনা। কারণ ‘সামনা’ শিব সেনার মুখপত্র। তার সম্পাদকীয় মানে শিব সেনার অবস্থান।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে শিব সেনা মুখপত্রে। তৃণমূল কংগ্রেস নেত্রীকে বাঘিনীর সঙ্গেও তুলনা করা হয়েছে। এতে মমতার প্রশংসা করে লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে মমতা যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন তাকে শিবসেনা কুর্ণিশ জানায়।

তবে বিশ্লেষণে এও উঠে আসছে, কংগ্রেসের কূটচালে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মহারাষ্ট্র বিধানসভায় যে অবিজেপি জোট সরকার ক্ষমতাসীন। তার মুখ্যমন্ত্রী শিব সেনা প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের পুত্র উদ্ভব ঠাকরে। সরকার চলছে এনসিপি ও কংগ্রেস সমর্থনে। তারাই সরকারের অন্যতম দুই বড় শরিক। কোনওভাবেই দুই শরিককে চটিয়ে মমতার পক্ষ নিতে চাইছেন না উদ্ভব।

মনে করা হচ্ছে, মমতাকে বার্তা দেওয়ার পিছনে কাজ করেছে পাওয়ার প্লে। প্রবীণ এনসিপি নেতা শারদ পাওয়ারের কূটনৈতিক চালেই মহারাষ্ট্রে সরকার গড়েছে অবিজেপি জোট। সেই জোটের কংগ্রেস ও এনসিপি ঘনিষ্ঠ। মমতার নো ইউপিএ অবস্থান মেনে নিতে পারেননি পাওয়ার।

রাজনৈতিক চাপের মুখে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে অসুস্থতার কারণে মমতা সাক্ষাৎ এড়িয়ে গিয়েছেন। এর পিছনেও পাওয়ার প্লে কাজ করেছে বলেই মনে করা হচ্ছে।

শিব সেনার মুখপত্রের সম্পাদকীয় হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের কাছে ঘুরপথে কংগ্রেসের বার্তা। আর এই বার্তার পিছনে আছে সোনিয়া গান্ধী ঘনিষ্ঠ শারদ পাওয়ার।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles