Nagaland: ওটিং গ্রামে মৃতদের ‘জঙ্গি’ সাজানোর অভিযোগ, অতিরিক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহ
News desk: নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে জঙ্গি সন্দেহে অসম রাইফেলস গুলি চালায়। ভুলবশত এই হামলা হয়েছে এমনই দাবি কেন্দ্র সরকারের। এবার রক্তাক্ত ওটিং গ্রাম থেকেই এসেছে আরও বিতর্কিত ছবি। সেই ছবি দেখিয়ে কন্যাক নাগা গোষ্ঠীভুক্ত বিভিন্ন সোশ্যাল সাইট গ্রুপে প্রশ্ন তোলা হল, এত আগ্নেয়াস্ত্র কেন জমা করেছিল অসম রাইফেলস? নাগা বিচ্ছিন্নতাবাদীরা যে ধরণের পোশাক পরে সেরকম পোশাক জমা করার ছবি প্রকাশ করা হয়েছে।
সোশ্যাল সাইটে প্রশ্ন তোলা হয়েছে, নিহত নাগাদের কাছে কোনও আগ্নেয়াস্ত্র বা বিচ্ছিন্নতাবাদীদের মতো পোশাক পরা কেউ ছিল না। কারোর মৃতদেহে তেমন কিছু মেলেনি। অথচ অসম রাইফেলসের টহলদার বাহিনীর কাছে কেন বিচ্ছিন্নতাবাদীদের মতো পোশাক ছিল?

স্থানীয় নাগা বাসিন্দাদের অভিযোগ, অসম রাইফেলস আফস্পা আইনের অপব্যবহার করেছে। তারা নিরীহদের গুলি করে মেরে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সাজিয়ে দিতে চেয়েছিল। গ্রামবাসীরা সেটা রুখে দিতে পেরেছেন।
শনিবার নাগাল্যান্ডের মন জেলার তুরি-ওটিং গ্রামের কাছে অসম রাইফেলসের গুলিতে মারা যান স্থানীয় কয়লা খনির শ্রমিকরা। সেই রেশ ধরে রবিবার অসম রাইফেলসের ক্যাম্পে হামলা করেন গ্রামবাসীরা। দুদিনের দফায় দফায় সংঘর্ষে মোট ১৬ জন মৃত। এদের মধ্যে ১৫ জন গ্রামবাসী ও এক জওয়ান। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নেইফিউ রিও শোক প্রকাশ করেছেন।
অভিযোগ, শনিবার রাতে গুলি চালানোর খবর পেয়ে গ্রামবাসীরা জওয়ানদের ঘিরে ধরেন। তখন তাদের উপর আরেক দফা গুলি চালায় জওয়ানরা। গুলিবিদ্ধ দেহগুলি ঘটনাস্থলে পড়েছিল। কয়েকজন জখম হন। তাদের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওটিং গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নিহতদের দেহ একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অসম রাইফেলস জওয়ানরা। আরও অভিযোগ, মৃতদের দেহে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পোশাক পরিয়ে, আগ্নেয়াস্ত্র রেখে দেওয়ার ছক রুখে দেন গ্রামবাসীরা। তখনই অসম রাইফেলস ও গ্রামবাসীদের মধ্যে আরেকদফা বিক্ষিপ্ত সংঘর্ষ হয়।
ইতিমধ্যে গত শনিবার রাতে ওটিং গ্রামে গুলি চালানোর পর ঘটনাস্থলে মৃতদেহ নিয়ে গ্রামবাসী ও জওয়ানদের বচসার ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিও ঘিরে প্রবল অস্বস্তিতে রাজ্য ও কেন্দ্র উভয়পক্ষ।

