🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Dilip Ghosh: শীঘ্রই বাকি পুরসভাগুলিতেও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে: দিলীপ ঘোষ

By Entertainment Desk | Published: December 30, 2021, 10:06 am
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন। এদিন করোনা আবহে ভোট করার বিষয়ে তিনি বলেন, ‘রাজ্যে ভয়ের পরিবেশ রয়েছে। অন্য রাজ্য এই সময়ে সব উৎসব অনুষ্ঠান বাতিল করেছে কিন্তু পশ্চিমবঙ্গে ঢিলেঢালা মেজাজ রয়েছে। অন্য রাজ্যে করোনা রয়েছে বলে ভোট বাতিলের চেষ্টা চলছে। এই বিষয়ে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞরা।’

তিনি আরও বলেন, ‘কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম মেলা। করোনা আবহে তাও বন্ধ করে দেওয়া হয়েছিল।’ তাঁর অভিযোগ, রাজ্য সরকার বিধিনিষেধ আরোপ করলেও কেউ তা মানে না। তাই রাজ্যের উচিত সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। পাশাপাশি এদিন পুরসভা ভোটের প্রার্থী তালিকার বিষয়ে তিনি জানান, ‘সব পুরসভার ক্ষেত্রেই বিজেপির প্রার্থী তালিকা তৈরি হয়ে গেছে। শিলিগুড়িতে সমস্যা কম থাকায় তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি পুরসভাগুলিতেও খুব তাড়াতাড়ি তালিকা প্রকাশ করা হবে।

তবে পুরসভা নির্বাচনে তারকা প্রচারের বিষয়ে দল এখনও ভাবছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। চারটি পৌরসভার নির্বাচনই খুব গুরুত্বপূর্ণ। জেতার জন্যই ভোটে লড়াই করা হয়। তাই দল তারকা বা হেভিওয়েট প্রচারের ব্যাপারে অবশ্যই ভাববে।’    

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles