🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bangladesh: কুমিল্লার কায়দায় মন্দিরে কোরান রেখে হামলার ছক, আটকালেন মুসলিমরা

By Kolkata24x7 Desk | Published: November 19, 2021, 8:57 pm
suspected man arrested with Holly quran near durga temple at habiganj sylhet
Ad Slot Below Image (728x90)

News Desk: দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলায় রত্তাক্ত হয়েছিল বাংলাদেশ। কুমিল্লায় একটি পূজা মণ্ডপে কোরান রেখে হামলাচালানো হয় সংখ্যালঘু হিন্দুদের উপর। একই কায়দায় ফের হামলার ছক করে সিলেটে একটি মন্দিরে কোরান রাখতে গিয়ে ধরা পড়ল যুবক। তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

সিলেটের হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে কোরান শরিফসহ এই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। শুক্রবার বিকেলস্থানীয় বাসিন্দারা তাকে আটক করে। স্থানীয়রা বলছেন, ওই যুবক নিদেকে নোয়াখালীর বাসিন্দা বলে জানিয়েছে। উল্লেখ্য, দুর্গাপূজার সময় হামলা হয়েছিল নোয়াখালীতেও। সেখানে হামলাকারীরা এর পূজারীকে খুন করে।

bangladesh police

File Picture

জানা গিয়েছ্, শুক্রবার দুপুর থেকে ওই যুবক হবিগঞ্জের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিল। সেখানকার কয়েকজন বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করা হয়। তার ব্যাগে কোরান শরিফ পাওয়া যায়। পুলিশ এসে তাকে আটক করে।

দুর্গাপূজার সময় ভুয়ো বার্তা ছড়িয়ে সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ উত্তপ্ত হয়েছে। একাধিক হামলাকারীর মৃত্যু হয় পুলিশের গুলিতে। পূজামণ্ডপে কোরান রাখার অভিযোগে এক ইকবাল হোসেন নামে এক যুবক গ্রেফতার হয়। ঢাকার বদরুন্নেসা কলেজের অধ্যাপিকা রুমা সরকার ভুয়ো ভিডিও ছড়িয়ে জেলে গিয়েছেন। রংপুরে একটি সংখ্যালঘু মহল্লায় আগুন ধরানো হয়। চট্টগ্রামে বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছিল।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles