🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

আমাদের কিছু বলতে দিন… রাষ্ট্রসংঘে চিঠি পাঠাল তালিবান জঙ্গি শাসক

By Sports Desk | Published: September 22, 2021, 3:32 pm
Afghanistan, Taliban, UN
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: বন্দুক আছে আবার ই মেল-ও আছে! আফগানিস্তানের কর্পোরেট তালিবান জঙ্গি শাসকদের তরফে চিঠি পৌঁছে গেল রাষ্ট্রসংঘ কার্যালয়ে। তালিবানের দাবি, তারাও বক্তব্য রাখতে চায় কারণ এখন আফগানভূমিতে তাদেরই সরকার।

নিউইয়র্কে চলছে রাষ্ট্রসংঘ অধিবেশন। সেই অধিবেশনে আফগানিস্তানের শাসক হিসেবে নিজেদের কথা তুলে ধরতে তালিবান অন্তর্বতীকালীন সরকার আবেদন পত্র পাঠিয়েছে। এতে লেখা হয়েছে, আফগানিস্তানের সরকারের পতনের পর এখন তালিবান সংগঠন দেশটির শাসক। আরও জানানো হয়, কাতারের রাজধানী দোহা শহরে তালিবান আন্তর্জাতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহিনকে রাষ্ট্রসংঘে আফগানিস্তানের দূত হিসেবে মনোনীত করা হয়েছে।

নিয়মানুসারে রাষ্ট্রসংঘে পাঠানো এই চিঠি পর্যালোচনা করবে বিশেষ কমিটি। বিবিসি জানাচ্ছে ৯ সদস্যের এই কমিটির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়র মতো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যতক্ষণ পর্যন্ত সেই কমিটি পূর্ণাঙ্গ অনুমোদন দেবে ততক্ষণ রাষ্ট্রসংঘে আফগান মুখপাত্র হিসেবে থাকবেন অপসারিত প্রেসিডেন্ট

আশরাফ ঘানির সরকারের মনোনীত গুলাম ইসাকজাই। গত ১৫ আগস্ট তালিবান জঙ্গিরা কাবুল দ্বিতীয়বার দখল করে। সেইদিনই প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশত্যাগ করেন।

রাষ্ট্রসংঘের কর্মসূচি অনুসারে আগামী সোমবার সাধারণ সভা শেষ হওয়ার আগে এই বিশেষ কমিটির বৈঠকের সম্ভাবান নেই। কমিটির বৈঠকের সিদ্ধান্ত পরবর্তী সাধারণ অধিবেশনে প্রয়োগ হবে। সেক্ষেত্রে এখনই তালিবানের পক্ষে তাদের মনোনীত জঙ্গি প্রতিনিধিকে রাষ্ট্রসংঘে দেখা যাচ্ছে না।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles