🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bangladesh: তিস্তাপারে আতঙ্ক, বাংলাদেশে বিস্তির্ণ এলাকায় বন্যা পরিস্থিতি

By Political Desk | Published: October 20, 2021, 1:43 pm
teesta-river-flood
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: হিমালয়ে অতিবৃষ্টির কারণে ভারত থেকে প্রবল গতিতে তিস্তার জল প্রবেশ করছে বাংলাদেশে। ফলে আন্তর্জাতিক এই নদীর মোহনা অঞ্চলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

তিস্তার নিম্নাঞ্চল জলমগ্ন। হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় তিস্তাপারের মানুষজনের মধ্যে চরম আতঙ্ক।

বাংলাদেশের জলসম্পদ বিভাগ বা ‘পানি উন্নয়ন বোর্ড’ (পাউবো) জানাচ্ছে, উজান এলাকায় অতিবৃষ্টিতে তিস্তা নদীর জল বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে  বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জলপ্রবাহ।

আরও পড়ুন: Sikkim: প্রবল বৃষ্টিতে ভয়ঙ্করী তিস্তা, গ্যাংটক-শিলিগুড়ি যোগাযোগ ভাঙছে

 

north-bengal-rain‘পাউবো’ আরও জানিয়েছে, তিস্তার জলস্তর বৃদ্ধির ফলে তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে দিতে হয়। ব্যারেজ এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি  ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চর প্লাবিত। অনেক এলাকার ফসলি জমি তলিয়ে গেছে।

তিস্তা নদীর উৎস উত্তর সিকিমের হিমালয়ে।   সিকিমের রাংপো পশ্চিমবঙ্গের তিস্তাবজার উভয় রাজ্যের সীমানা নির্দেশ করছে এই নদী।  পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের রংপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে মিশেছে তিস্তা। এই নদীর  দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার। এর দুশো কিলোমিটার ভারতে আর  ১১৫ কিমি বাংলাদেশ ভূখন্ডে অবস্থিত।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles