🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

TET SCAM: মানিক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্যের খোলাসা ইডির

By Suparna Parui | Published: November 10, 2022, 7:13 pm

বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে(TET SCAM BY MANIK)। বৃহস্পতিবার মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য করে ইডি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দাবি, ‌শুধুমাত্র তাপস মণ্ডলের কাছ থেকে নয়, মনীষীদের নামে যে সমস্ত ডিএলএড কলেজ রয়েছে, সেখান থেকেও টাকা নিতেন মানিক। আদালতে ইডির এরূপ মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ঘোর জল্পনা।  এর […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TET SCAM: মানিক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্যের খোলাসা ইডির

Ad Slot Below Image (728x90)

Manik Bhattacharya

বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে(TET SCAM BY MANIK)। বৃহস্পতিবার মানিক সম্পর্কে আরও চাঞ্চল্যকর মন্তব্য করে ইডি। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দাবি, ‌শুধুমাত্র তাপস মণ্ডলের কাছ থেকে নয়, মনীষীদের নামে যে সমস্ত ডিএলএড কলেজ রয়েছে, সেখান থেকেও টাকা নিতেন মানিক। আদালতে ইডির এরূপ মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ঘোর জল্পনা। 

এর আগে মানিক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তাপস মানিক সম্পর্কে বলেন, অফলাইনে ভর্তির জন্য অতিরিক্ত ৫ হাজার টাকা করে দেওয়া হত। যার মধ্যে রেজিস্ট্রেশন বাবদ ৩০০ টাকা করে নেওয়া হত। বাকি টাকা কী কাজে ব্যবহার করা হত? সেটা ভালো বলতে পারবেন মানিক। কত টাকা নেওয়া হয়েছে? সেই টাকা কারা আনতে আসত? সবটা জানতে চেয়েছে ইডি। সেকারণেই তাপসের দুই রক্ষকদের তলব করা হয়েছিল।  

আজ ইডি দাবি করে, বিভিন্ন মনীষী যেমন নেতাজি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদের নামে ডিএলএড কলেজ রয়েছে। সেই কলেজ থেকেও অফলাইনে ভর্তির জন্য ৫ হাজার করে টাকা নেওয়া হয়েছে। মনীষীদের নামাঙ্কিত কলেজে ভর্তির নামে টাকা তোলা খুব দুর্ভাগ্যজনক। কেউ কেউ ৭০ হাজার টাকা অবধি দিয়েছে বলে জানিয়েছে ইডি। 

ইডির বক্তব্য ভুল প্রমাণ করতে পাল্টা মানিকের আইনজীবীর বক্তব্য, ২০১৭ এর পর থেকে টেট পরীক্ষা হয়নি। ২০১৮ সাল থেকে ২০২২ অবধি অফলাইনে রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে এল? সেটার হিসেব মেলাতে পারবে না ইডি। তাঁর কথায়, দুর্নীতি নিয়ে যে তদন্ত করছে সিবিআই, তাতে চার্জশিট বা এফআইআরে মানিকের নাম নেই। তা হলে ইডি কেন তৎপর? মানিকের আইনজীবীর দাবি, মানিককে নিয়ে ইডি যে তদন্ত করছে, তার এক্তিয়ার এখনও নেই। বিডি বেআইনিভাবে মানিককে তদন্ত করছে। হেফাজতে রেখেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TET SCAM: মানিক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্যের খোলাসা ইডির

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles