TET SCAM: রাত কাটল রাজপথেই, সকালেও স্লোগান চলছে হবু শিক্ষকদের ধর্না মঞ্চে
২০১৭ সালের চাকরি প্রার্থীদের (TET) সঙ্গে ইন্টারভিউ দিতে নারাজ ২০১৪ এর প্রার্থীরা। ইতিমধ্যেই দুই বার ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তাঁরা। একসঙ্গে ইন্টারভিউ হলে পিছিয়ে পড়ার আশঙ্কা তাঁদের। কারণ, ২০১৭ সালে সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু ২০১৪ সালের সকলেই প্রশিক্ষ…
Ad Slot Below Image (728x90)
২০১৭ সালের চাকরি প্রার্থীদের (TET) সঙ্গে ইন্টারভিউ দিতে নারাজ ২০১৪ এর প্রার্থীরা। ইতিমধ্যেই দুই বার ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তাঁরা। একসঙ্গে ইন্টারভিউ হলে পিছিয়ে পড়ার আশঙ্কা তাঁদের। কারণ, ২০১৭ সালে সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু ২০১৪ সালের সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত নন। তাই গতকাল থেকেই করুণাময়ীতে বিক্ষোভ ধর্না দেখাচ্ছেন তাঁরা। গতকাল বেলাতেই এপিসি ভবন অভিযানের ডাক দিয়েছিল টেট পাস নট […]
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন TET SCAM: রাত কাটল রাজপথেই, সকালেও স্লোগান চলছে হবু শিক্ষকদের ধর্না মঞ্চে
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

