🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

‘কোভিড রাজ্য’ হল উত্তরপ্রদেশ, নির্বাচনের আগেই হুঁশ ফিরল যোগী সরকারের

By Sudipta Biswas | Published: December 29, 2021, 3:54 pm
yogi adityanath
Ad Slot Below Image (728x90)

News Desk: কয়েকদিন ধরেই রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছিল। যদিও এরই মধ্যে সব বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল নির্বাচনী প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়মিত একাধিক সভা করে চলেছিলেন। যার জেরে বাড়ছিল করোনার সংক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত হুঁশ ফিরল মুখ্যমন্ত্রীর।

করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় উত্তরপ্রদেশকে কোভিড রাজ্য হিসেবে ঘোষণা করা হল। বুধবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। ওই বিজ্ঞপ্তিতে উত্তরপ্রদেশ জনস্বাস্থ্য ও মহামারী নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুযায়ী গোটা রাজ্যকেই কোভিড প্রভাবিত বলে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি আনুযায়ী এই নির্দেশিকা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে এই মেয়াদ আরও বাড়ানো হবে কি না সে বিষয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক মহল মনে করছে, আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। কিন্তু রাজ্যে শাসক দল বিজেপি বিভিন্ন ইস্যুতে অনেকটাই চাপে আছে। বিশেষ করে কৃষক আন্দোলন, লখিমপুরের ঘটনায় বিজেপি যথেষ্টই ব্যাকফুটে। তার ওপর রাজ্যের আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানের মত বিষয় নিয়েও বিজেপি সুবিধাজনক অবস্থায় নেই। এই অবস্থায় আগামী বছরের শুরুতেই নির্বাচন হলে বিজেপির পক্ষে লখনউয়ের কুর্সিতে ফেরা ছিল অনিশ্চিত। সে কারণেই সময় কিনতে এবার করোনাকেই ঢাল করল যোগী সরকার। বছরের শেষ লগ্নে এসে যোগী সরকার উত্তরপ্রদেশ কোভিড রাজ্য হিসাবে ঘোষণা করল।

অন্যান্য রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, উত্তরপ্রদেশে দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। পাশাপাশি দৈনিক সংক্রমণও উর্ধ্বমুখী। ইতিমধ্যেই করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙতে যোগী রাজ্যে জারি হয়েছে নৈশ কারফিউ। রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি থাকছে। শুধুমাত্র জরুরি পরিষেবাকে কারফিউয়ে আওতার বাইরে রাখা হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫জন। একদিকে আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে সুস্থতার হার। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে রাজি নয় বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যবাসীকে সব ধরনের করোনাবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। যে কোনও ধরনের অনুষ্ঠানে সর্বাধিক ২০০ জনকে আমন্ত্রণ করা যাবে। শুধু উত্তরপ্রদেশে নয়, করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যেও বাড়ছে। করোনা ঠেকাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles