<

Panchayat Counting: মুর্শিদাবাদে শাসক তৃণমূল আক্রান্ত! হামলায় অভিযুক্ত সিপিআইএম

মুর্শিদাবাদে শাসক তৃণমূল আক্রান্ত! হামলায় অভিযুক্ত সিপিআইএম। জানা গিয়েছে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীকে এবং তাঁর স্বামীকে গণনা শুরু হতেই মারধর করা হয়েছে। অভিযোগের আঙুল সিপিআইএম-এর দিকে।…

Purba bardwan

মুর্শিদাবাদে শাসক তৃণমূল আক্রান্ত! হামলায় অভিযুক্ত সিপিআইএম। জানা গিয়েছে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীকে এবং তাঁর স্বামীকে গণনা শুরু হতেই মারধর করা হয়েছে। অভিযোগের আঙুল সিপিআইএম-এর দিকে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকায়।

মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোটের প্রবল হামলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস প্রার্থী ভয়ে কাঁদছেন। পরপর বোমা হামলার অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। হরিহরপাড়া ও জাঙ্গিপাড়ায় পরপর বাম হামলার অভিযোগ। জাঙ্গিপাড়ায় সিপিআইএম কার্যালয়ে ঢুকে পুলিশের বেধড়ক লাঠিচার্জ পুলিশের। অভিযোগ, সেখানে দুষ্কৃতি জমা করেছে বাম শিবির।

পঞ্চায়েতের মনোনয়ন জমা, নির্বাচন, পুনর্নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে গোটা রাজ্য। দিকে দিকে সন্ত্রাস এবং মৃত্যুমিছিল। ভোট পর্বে রাজ্য মৃতের সংখ্যা ৪১।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।