🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

TMC: পরপর দুঃসংবাদ আসছে মমতার কাছে, তৃণমূল নেত্রী থেকে ভারত নেত্রী হওয়া ‘স্বপ্ন’!

By Kolkata24x7 Desk | Published: December 9, 2021, 1:06 pm
Mamata Banerjee
Ad Slot Below Image (728x90)

News Desk: তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী থেকে ভারত নেত্রী হওয়ার যে চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তাতে লাগছে ধাক্কার পর ধাক্কা। রাজধানীর রাজনীতিতে আলোচনা, কংগ্রেসের কূটনীতিতে কুপোকাত হতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বিজেপিকে রুখতে গোয়া, উত্তর প্রদেশে তাঁর কংগ্রেস বিরোধী জোট নীতির পক্ষে কেউই তেমন সায় দিচ্ছে না।

রাজনৈতিক মহলের ধারণা,মুম্বই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাঁর অবিজেপি জোটে কংগ্রেসকে দুয়োরানি করতে। কিন্তু মহারাষ্ট্রের জোট সরকারের রাজনীতির চাপে মমতার সেই আশা পূরণ হয়নি। উল্টে এনসিপি নেতা তথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ শারদ পাওয়ারের চালে মমতার চাল ফিকে পড়েছে। শিবসেনা কোনওভাবেই মমতার সঙ্গে পৃথক জোটে রাজি নয়।

গোয়ার বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে জোটে রাজি হলেও মহারাষ্ট্র গোমন্তক পার্টি ফের বেঁকে বসেছে। গোয়ায় কংগ্রেস, শিবসেনার জোট সম্ভাবনা নিয়ে প্রবল আলোড়ন। এই জোটে মহারাষ্ট্র গোমন্তক পার্টি আসতে পারে এমনই আহ্বান চলে গিয়েছে কংগ্রেসের তরফে।

ত্রিপুরায় পৌর ভোটে ০.৩ শতাংশ ভোট থেকে ১৬ শতাংশ পেলেও এই রাজ্যে তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তবে ত্রিপুরা প্রদেশ টিএমসি নেতাদের দাবি, পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র এই রাজ্যেই দলের ক্ষমতা রাজনৈতিকভাবে বাড়ছে। এর কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি। ত্রিপুরা বাংলাভাষী প্রধান রাজ্য।

মেঘালয়ে টিএমসি বিরোধী দল। কংগ্রেসকে ভাঙালেও ফের এই রাজ্যে কংগ্রেসের খেলা দেখা যাবে এমনই ইঙ্গিত দিতে শুরু করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles