🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

KMC Election Result: ১৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ১টিতে এগিয়ে বিজেপি

By Entertainment Desk | Published: December 21, 2021, 9:35 am
mamata
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, কলকাতা : গত ১৯ ডিসেম্বর রবিবার কলকাতায় পুরভোট হয়। আজ সকাল থেকেই কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা (Counting) শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, কলকাতা পুরভোট (KMC Election 2021) গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)। এখনও পর্যন্ত মোট ১৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১টিতে এগিয়ে বিজেপি (BJP)। 

২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার,  ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়, ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল। ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী। আপাতত মোট ৩৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

আজ সাড়ে ৯০০ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবলে গণনা। ভোট গণনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে ১ জন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার রয়েছেন। প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছেন।

এছাড়াও রয়েছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। তবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles