🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Municipal Election : ৪ পুরনিগমের প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের

By Entertainment Desk | Published: December 31, 2021, 10:04 am
mamata in goa
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, কলকাতা: আগামী মাসেই রাজ্যের বকেয়া ৪ পুরনিগমে নির্বাচন (WB Municipal Election)। তাই বৃহস্পতিবার প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। এদিন সন্ধ্যায় কালীঘাটে কালীঘাটে জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুজিত বসু, অরূপ বিশ্বাসরা।

প্রকাশিত তালিকায় দেখা যায় বিধাননগর পুর নির্বাচনে ফের সবস্যসাচী দত্তের নাম উঠে এসেছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। আসন্ন পুরভোটে তাঁকে ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে তৃণমূল। তাপস চট্টোপাধ্যায়ের বদলে তাঁর মেয়ে আরাত্রিকা ভট্টাচার্যকে ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে, বিধাননগরের ২৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী। ৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়কে। ৭ নম্বর ওয়ার্ডে টিকিট পেয়েছেন দেবরাজ চক্রবর্তী। তবে বাদ গেলেন প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার মেয়ে নীলাঞ্জনা। এবারে বিধাননগর পুরনিগমে ৪১টির মধ্যে ২৭টি ওয়ার্ডেই নতুন মুখ এনেছে তৃণমূল। প্রত্যাশা মতোই, শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন গৌতম দেব। ৩৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রঞ্জন শীল শর্মা।

এছাড়াও তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন— বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্ত, ২৯ নম্বর ওয়ার্ডে কৃষ্ণা চক্রবর্তী, ৭ নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী, ৩ নম্বর ওয়ার্ডে তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য, ৩৩ নম্বর ওয়ার্ডের বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি পুরনিগমে ৩৩ নম্বর ওয়ার্ডে গৌতম দেব, আসানসোলে ৫০ নম্বর ওয়ার্ডে অভিজিৎ ঘটক, আসানসোলে ৭৪ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল চট্টোপাধ্যায়, আসানসোলে ৭৮ নম্বর ওয়ার্ডে অশোক রুদ্র, আসানসোলে ৪৪ নম্বর ওয়ার্ডে অমরনাথ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি পুরনিগমে ৩৬ নম্বর ওয়ার্ডে রঞ্জন শীল শর্মা।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles