Tmc vs BJP: চুঁচুড়া ছেয়েছে পোস্টারে, তবে কি ঘাসফুল ছেড়ে পদ্মমুখী অসিত মজুমদার?
একাধিক ইস্যুতে বিজেপির(BJP) বিরুদ্ধে তোপ দেগেছেন চুঁচুড়ার তৃণমূল(TMC) বিধায়ক অসিত মজুমদার। এমনকি বিধানসভায় রক্তাক্ত হয়েছেন তিনি। সেই অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? পঞ্চায়েত ভোটের আগেই চঁচুড়া শহরজুড়ে ছেয়ে যাওয়া পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যে অস…
Ad Slot Below Image (728x90)
একাধিক ইস্যুতে বিজেপির(BJP) বিরুদ্ধে তোপ দেগেছেন চুঁচুড়ার তৃণমূল(TMC) বিধায়ক অসিত মজুমদার। এমনকি বিধানসভায় রক্তাক্ত হয়েছেন তিনি। সেই অসিত মজুমদার কী এবার বিজেপির পথে? পঞ্চায়েত ভোটের আগেই চঁচুড়া শহরজুড়ে ছেয়ে যাওয়া পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যে অসিত মজুমদার এত দিন ধরে বিজেপির চরম বিরোধিতা করে এসেছে তবে কি সে সবুজ শিবের ত্যাগ করে গেরুয়া শিবিরের […]
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Tmc vs BJP: চুঁচুড়া ছেয়েছে পোস্টারে, তবে কি ঘাসফুল ছেড়ে পদ্মমুখী অসিত মজুমদার?
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

