🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Tripura: রাত থেকে হামলা, সকালে ভোট শুরুতেই রক্তাক্ত ছবি, অভিযুক্ত BJP

By Kolkata24x7 Desk | Published: November 25, 2021, 9:57 am
tripura-election
Ad Slot Below Image (728x90)

News Desk: সকাল বলে দিল দিন কেমন যাবে। আগরতলা (Tripura) পুর নিগম ও রাজ্যের নগর পঞ্চায়েত ভোটে ভয়াবহ ভোট সন্ত্রাস শুরু হয়েছে। আশঙ্কা মিলিয়েই বুথ দখল ও ছাপ্পা চলছে। সর্বক্ষেত্রে বিজেপি আশ্রিত বাইক বাহিনীর হামলার অভিযোগ আসতে শুরু করেছে। পরিস্থিতি এমন যে বিজেপি সমর্থিত ভোটারদের হুমকি খোদ শাসকদলেরই বুথ দখলকারীদের।

ত্রিপুরা পুর ও নগর পঞ্চায়েত ভোটের ছবি পশ্চিমবঙ্গের গত গ্রামপঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগের ঠিক উল্টো চিত্র। পার্থক্য বাংলাভাষী প্রধান ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ভোট সন্ত্রাসের অভিযোগ করছে। তবে এ রাজ্যে বিরোধী দল সিপিআইএম। তাদের তরফে হামলা ও হুমকির ছবি দিয়ে বুধবার রাতেই সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করা হয়। বিরোধী দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানান, ভোট নির্বিঘ্নে করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

বহু চর্চিত আগরতলা পুর নিগম ভোট ও নগর পঞ্চায়েত ভোট। বিশেষত পশ্চিমবঙ্গের শাসক দল টিএমসি সরাসরি ত্রিপুরায় ফের রাজনৈতিক ময়দানে। টিএমসির তরফে অভিযোগ নিয়ে সরগরম হয়েছে দিল্লির রাজনীতি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিজেপি শাসিত ত্রিপুরায় যাতে ভোট সন্ত্রাস না হয় তার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বলা হবে। টিএমসির আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে ভোট সন্ত্রাস রুখতে নির্দেশ দেয়।

ভোটের সকালে তারই উল্টো ছবি। রাজ্যের একাধিক মন্ত্রীর হুমকি মিলিয়েই পুর ও নগর পঞ্চায়েত ভোটে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles