🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

KMC Election: ভোটের আগেই কলকাতায় গ্রেফতার ২ সশস্ত্র দুষ্কৃতী

By Entertainment Desk | Published: December 19, 2021, 10:24 am
(KMC Election police
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: ভোটের দিন কলকাতায় ২৩ হাজার পুলিশ কর্মীকে নামানো হয়েছে। কলকাতা পুরসভা (KMC Election 2021) নির্বাচন শান্তিপূর্ণ করতে তত্‍পর কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার রাতে কলকাতার প্রবেশ পথে নাকা চেকিং করে নাকা চেকিং শুরু হতেই তারাতলা এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই যুবক।

পুলিশ সূত্রের খবর, তাদের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। বজবজের দিক থেকে তারা তারাতলায় এসেছিল। কোনও অসত্‍ উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে ধারণা পুলিশের। এরপরই ওই ২জনকে গ্রেফতার করা হয়। ‌পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সৌমেন মালাকার ওরফে নীল এবং নিশান চৌধুরী ওরফে গোলু। শনিবার রাতে তারাতলা রোডে নাকা চেকিং চলার সময় তাদের গাড়ি থামিয়ে তল্লাশি করেন কলকাতার পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকরা। তখনই তাদের গাড়ি থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি।

প্রসঙ্গত, রবিবার, ভোটের দিন যাতে শহর শান্ত থাকে তারজন্য রাতভর চলেছে নাকা তল্লাশি। কী উদ্দেশ্যে ওই ২ যুবক আগ্নেয়াস্ত্র বা কার্তুজ নিয়ে কলকাতায় ঢুকছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ২ জনকেই আজ আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ভোটের আগে থেকেই শহরের বিভিন্ন প্রবেশ পথে নাকা চেকিং করতে দেখা গিয়েছে পুলিশকে। চারচাকা গাড়ি থেকে আরম্ভ করে দু চাকা গাড়ি, সঙ্গে থাকা ব্যাগ থেকে আরম্ভ করে গাড়ির সিটের তলা, সবই তল্লাশি করছেন পুলিশ কর্মীরা। শহরের বিভিন্ন হোটেলের রেজিস্টারও খতিয়ে দেখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সূত্রের খবর, কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকে ৫৫০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্র থেকে ২০০ মিটার অবধি ১৪৪ ধারা জারি থাকবে। সমস্ত স্পর্শকাতর এলাকায় ২৫ টি ক্যুইক রেসপন্স টিম (QRT) থাকছে। থাকছে ৩৪ টি HRFS টিম। কলকাতা জুড়ে আজ ১৪০টি মোটরসাইকেল পেট্রোলিং করবে। কলকাতায় ঢোকার প্রবেশপথগুলোতে মোট ৫০ টি জায়গায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ সম্মিলিতভাবে নাকা চেকিং করছে। সঙ্গে হুগলি নদীতে রিভার পুলিশ পেট্রোলিংয়ে থাকছে। প্রতিটি বুথে একজন করে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার থাকবেন। সঙ্গে অন্যান্য ফোর্সও থাকছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles