🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Hongkong: ১০১ কিলোমিটার গতি নিয়ে কমপাসু হামলা করেছে, ক্ষয়ক্ষতির আশঙ্কা

By Sports Desk | Published: October 13, 2021, 12:57 pm
Typhoon Hits hong kong
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: হংকং (Hongkong) তছনছ। সাগরের বড় বড় ঢেউ গিলে খাচ্ছে এই ছোট্ট স্বশাসিত এলাকাকে। বিবিসি জানাচ্ছে সামুদ্রিক ঘূর্ণিঝড় কমপাসু হামলা করেছে হংকং উপকূলে। যে কোনো সময় হাইনান প্রদেশে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।

বুধবার ভোরে ঘণ্টায় ১০১ কিলোমিটার গতিতে হংকংয়ের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় কমপাসু। প্রবল বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায় শহরটির উত্তরাঞ্চলের উপকূল এলাকা।

হংকং প্রশাসন জানায়, কমপাসু হামলার কারণে বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস। নিচু এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। হংকংয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

চিন সরকারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, কমপাসু ঘূর্নিঝড় হংকং অতিক্রম করে হাইনান প্রদেশের দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারই এখানকার উপকূলে আঘাত হানবে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূল অঞ্চল থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ফিলিপিন্সে আঘাত করেছিল ঘূর্ণিঝড় কমপাসু। অন্তত ১১ জনের মৃত্যু হয়। সেই ঝড় এখন হংকং পেরিয়ে চিনের দিকে ছুটছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles