🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

China Sea: ‘ডুবো পাহাড়ে’ ধাক্কা মার্কিন পরমাণু অস্ত্র বোঝাই সাবমেরিনের, তীব্র আতঙ্ক

By Business Desk | Published: October 8, 2021, 1:16 pm
US submarine hits unknown object while underwater
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: দক্ষিণ চিন সাগরের (South China Sea) আন্তর্জাতিক জলসীমায় ‘অজ্ঞাত বস্তুর’ সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরমাণু অস্ত্র বোঝাই সাবমেরিনের (US submarine) ধাক্কা লেগেছিল। অজ্ঞাত বস্তুটি সম্ভবত ডুবো পাহাড় বলে মনে করা হচ্ছে। কারণ, এই সাগর ডুবো পাহাড়ের কারণে বিপজ্জনক। দুর্ঘটনার পর তীব্র আতঙ্কিত চিন সাগর সংলগ্ন দেশগুলিতে। কারণ,সাবমেরিনে পারমানবিক অস্ত্র ছিল।

US submarine

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ২ অক্টোবর ইউএসএস কানেটিকেট নামের সাবমেরিনটি দুর্ঘটনার কবলে পড়ে। সাবমেরিনের কেমন ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে। সাবমেরিনটি এখন গুয়ামের উদ্দেশে রওনা হয়েছে। নিরাপত্তার খাতিরে বৃহস্পতিবারের আগে সাবমেরিনটির দুর্ঘটনার কবলে পড়ার খবর জানানো হয়নি। 

যে বস্তুর সঙ্গে সাবমেরিনের ধাক্কা লেগেছে তা ডুবে যাওয়া কোনো জাহাজ বা কন্টেনার হতে পারে। অথবা ডুবো পাহাড় হতে পারে। সাবমেরিনে থাকা দুজন মাঝারি ধরনের এবং ৯ জন আঘাত পেয়েছেন।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের সাবমেরিনটি ‘অজ্ঞাত বস্তুর’ সঙ্গে ধাক্কা খেল যখন চিন-তাইওয়ানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles