🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

UP: মানুষ নয় কুবের! সপা ঘনিষ্ঠ ব্যবসায়ীর কালো সম্পত্তি

By Political Desk | Published: December 27, 2021, 6:30 pm
Ad Slot Below Image (728x90)

News Desk: টানা পাঁচদিনের তল্লাশিতে কানপুরের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৫৮ কোটি টাকা ও বিপুল স্বর্ণালঙ্কার। একদিন-দু’দিন নয়, কানপুরের গুটখা ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়িতে এক টানা পাঁচ দিন ধরে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর।

দীর্ঘ ১২০ ঘণ্টার চেষ্টায় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ২৫৮ কোটি টাকা। প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কারও মিলেছে। একইসঙ্গে দেশে-বিদেশে ১৬টি অত্যন্ত দামী সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়ী উত্তরপ্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপুল পরিমাণ আয়কর ফাঁকিতে অভিযুক্ত ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ৪০টি লকার ও ৫০০টি চাবির গোছা মিলেছে। সাম্প্রতিককালে আয়কর দফতর এই ধরনের বড় মাপের সাফল্য পায়নি।

সমাজবাদী পার্টি প্রধানের ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর একাধিক ব্যবসা রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে।

আয়কর ফাঁকির অভিযোগ ওঠায় বৃহস্পতিবার রাতে ইডি এবং আয়কর দফতরের আধিকারিকদের এক যৌথ প্রতিনিধি দল পীযূষ জৈনের বাড়িতে হানা দেয়। একই সঙ্গে ওই ব্যবসায়ীর বেশ কয়েকটি অফিসেও তল্লাশি অভিযান চলে। এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা গুনতে আয়কর বিভাগের বেশ কয়েকজন কর্মীর ঘুম ছুটেছে।

আয়কর দফতর আরও জানিয়েছে, বিপুল টাকা ও অলঙ্কার ছাড়াও ওই ব্যবসায়ীর বাড়ি থেকে দেশে-বিদেশে ১৬টি অত্যন্ত দামী সম্পত্তির সন্ধান মিলেছে। যার মধ্যে কনৌজে রয়েছে সাতটি, কানপুরে চারটি, দিল্লিতে একটি এবং দুবাইয়ে দুটি সম্পত্তির হদিশ মিলেছে।

আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত এই ব্যবসায়ী নামে-বেনামে ৪০টি সংস্থার মালিক ছিলেন। আয়কর ফাঁকি দেওয়ার কারণে ইতিমধ্যেই এই বিতর্কিত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে টানা জেরা করছেন আয়কর দফতরের আধিকারিকরা। ব্যবসায়ীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগও উঠেছে। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তিনি করেছেন, তাঁর আয়ের উৎস কী সে বিষয়ে এখনও কিছুই জানাননি কানপুরের এই ব্যবসায়ী।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles