🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Visva Bharati issue: জমি বির্তকের অন্তরালে রাজনীতি দেখছেন অমর্ত্য সেন

By General Desk | Published: January 30, 2023, 6:30 pm

Visva Bharati issue: সোমবার বীরভূমে পা রেখেই অর্থনীতিবীদ অমর্ত্য সেনের (Amartya Sen ) সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েকদিন ধরে বিশ্বভারতীর সঙ্গে বিবাদ চলছে অমর্ত্য সেনের৷ সেই জল্পনার খানিকটা অবসান হল বলে মনে করা হচ্ছে। কিন্তু এত সহজেই বিতর্কের অবসান হচ্ছে না। এমনটাই মনে করছেন অমর্ত্য সেন। তবে গোটা বিষয়টির পিছনে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Visva Bharati issue: জমি বির্তকের অন্তরালে রাজনীতি দেখছেন অমর্ত্য সেন

Ad Slot Below Image (728x90)

Nobel Laureate Shri Amartya Sen

Visva Bharati issue: সোমবার বীরভূমে পা রেখেই অর্থনীতিবীদ অমর্ত্য সেনের (Amartya Sen ) সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েকদিন ধরে বিশ্বভারতীর সঙ্গে বিবাদ চলছে অমর্ত্য সেনের৷ সেই জল্পনার খানিকটা অবসান হল বলে মনে করা হচ্ছে। কিন্তু এত সহজেই বিতর্কের অবসান হচ্ছে না। এমনটাই মনে করছেন অমর্ত্য সেন। তবে গোটা বিষয়টির পিছনে রাজনীতি রয়েছে। দাবি অর্থনীতিবীদের।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অমর্ত্য সেন বলেন, উনি যে এই জমির ইতিহাস নিয়ে চর্চা করেছেন এবং ১৯৪৩ সালে কতটা জমি ছিল ইত্যাদি। সেটা দেখে আশ্বস্ত হলাম যে এই বিষয়ে ওনার উৎসাহ রয়েছে। রাজনৈতিক নেতা হলে এধরনের উৎসাহ থাকা বলেই কাম্য বলেই মনে করি। তবে বিতর্ক একেবারেই থেমে যাবে না। সেটাও জানিয়ে দেন অর্থনীতিবীদ। যারা আমাদেরকে বাড়ি ছাড়া করতে চান তাঁদের উদ্দেশ্য বড়। এর মধ্যে কিছুটা রাজনীতি রয়েছে।

আমাদের মধ্যে একঠা পার্থক্য অনেক সময় থাকে। আমি তো অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পছন্দ করি। যেটা রবীন্দ্রনাথ এবং গান্ধীজী করতেন। আমরা কোনদিন হিন্দু মুসলমান আলাদ করি না। যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন, তাঁদের পক্ষে এটা খুব বাঞ্ছনীয়। এব্যাপারে বাধা দেওয়ার ইচ্ছে অনেকেরই থাকতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। এর আগেও এই কথা বলেন অমর্ত্য সেন। এবিষয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অমর্ত্য সেন বলেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন একথা বলিনি। আমি বলতে চেয়েছি তাঁর মধ্যে যোগ্যতা রয়েছে। অন্যান্য যে সমস্ত দলগুলির যোগ্যতা রয়েছে, তাঁরাও চেষ্টা করুন।

সোমবার বীরভূমে পা রেখে নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এবার প্রধানমন্ত্রী হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ পাঠ করাবেন অমর্ত্য সেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, উনি শপথ গ্রহণ করে বলবেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করিতেছি। শপথ গ্রহণ করিতেছি যে চুরি ছাড়া অন্য কোনও কাজ করব না।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Visva Bharati issue: জমি বির্তকের অন্তরালে রাজনীতি দেখছেন অমর্ত্য সেন

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles