জমি বিতর্ককে কেন্দ্র করে বিশ্বভারতীর (Visva Bharati issue) উপাচার্য বনাম নোবেলজয়ী অর্থনীতিবীদ অমর্ত্য সেনের (Amartya Sen) বিবাদ ক্রমাগত বেড়েই চলছে। এই বিবাদে আবহেই সোমবাসরীয় বারবেলায় বীরভূম সফরে অমর্ত্যের বাড়িতে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে মমতার বার্তা, অনেকদিন ধরে সহ্য করছি। একজন মানুষকে অসম্মান করা হচ্ছে। আমরা আইনত কী করতে পারি, সেটা আমি ফিরে যাওয়ার পর জেলাশাসককে নির্দেশ দিয়ে দেব। অমর্ত্য সেনের পাশে থেকে আইনত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন প্রতীচীতে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে তাঁকে জেড প্লাস নিরাপত্তার নির্দেশ দিয়েছেন। এদিন সাফ জানিয়ে দেন, আমি ল্যান্ডের রেকর্ড নিয়ে এসেছে। আমি কয়েকদিন ধরে সরকারকে দিয়ে সার্ভে করিয়েছি। জমির রেকর্ড মেনন্টেন করে রাজ্য সরকার। বিশ্বভারতীর জমিও তো আমরাই দিয়েছি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোর্ট কাছারি করে সব হবে না। জনতার আদালতও রয়েছে। এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় শিক্ষা দফতর আশা করি এ ভাবে যথেচ্ছচারিতার খোঁজ নিয়ে দেখবে। বিজেপি করলে সাত খুন মাপ। এটা হতে পারে না। আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম। কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, অমর্ত্যদাকে বিজেপি যেন অপমান যেন না করে। একইসঙ্গে তিনি বলেন, ওরা আপনার সম্পর্কে যা বলছে তা বাংলার মানুষ মোটেও ভালভাবে নিচ্ছে না। আপনি কখনও ওদের কথায় মানসিকভাবে ভেঙে পড়বেন না।
এদিন অমর্ত্যবাবুর হাতে সমস্ত কাগজপত্র তুলে দেন তিনি। বাড়ির সামনে ক্যাম্প বসানোর নির্দেশ দেন তিনি। একইসঙ্গে তাঁর বাড়িতে বসে চা পান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের দিকে আগে থেকেই নজর ছিল রাজনৈতিক মহলের। আজ তাঁর সঙ্গে অমর্ত্য সেনের সাক্ষাৎ জল্পনা বাড়িয়েছে।
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Visva Bharati issue: মর্ত্যে অমর্ত্যে সন্মান রক্ষায় আইনি পথে হাঁটবেন বাংলার মুখ্যমন্ত্রী