🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ভ্রমণের নয়া ডেস্টিনেশন বালুরদ্বীপ

By Suparna Parui | Published: December 26, 2021, 10:40 am
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: কলকাতা :  সব বাঙালিই প্রায় কমবেশি ভ্রমণ পিপাসু। এই শীতে কাছেপিঠে ছোট্ট একটা ট্যুর হয়ে যেতেই পারে। আর ভ্রমণপিপাসু বাঙালির কাছে সুন্দরবন যেন একটা আবেগ। পর্যটকদের জন্য এবার নতুন ঠিকানা ঝড়খালি। ঝড়খালি ইকো-ট্যুরিজম পার্কের পাশে ত্রিদিব নগরে লাগোয়া বিদ্যাধরী নদীর উপর বিস্তীর্ণ এলাকায় চড় পড়তে শুরু করেছে। সেই চড়ে রীতিমতন ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

এছাড়াও, সুন্দরবন ঝড়খালিতে ঘুরতে আসা পর্যটকদের জন্য নতুন সম্ভাব্য পর্যটন কেন্দ্র হয়ে উঠছে বালুর দ্বীপ।
বালুর দ্বীপের বিশেষ আকর্ষণ হচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত, চারিদিকে জল আর জঙ্গল। সূর্যাস্তের সময় অন্যরকম লাগে এই দ্বীপটিকে। বিদ্যাধরী নদীর উপর বালুর দ্বীপ এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। এই বালুর দ্বীপ ইতিমধ্যেই মন কাড়তে শুরু করেছে বহু পর্যটকদের। তাই পর্যটকদের দাবি, রাজ্য সরকার ঝড়খালি ইকো ট্যুরিজম পার্ক এর পাশাপাশি এই দ্বীপকেও যেন সংস্কার ও উন্নয়নের মাধ্যমে দ্রুত সাজিয়ে তোলে সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মত । তাহলে আর দেরী না করে করেই ফেলুন এবার উইকএন্ড প্ল্যানটা।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles