🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Punjab: আসন্ন বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে কার সঙ্গে হাত মেলাল বিজেপি

By Kolkata24x7 Desk | Published: December 17, 2021, 10:23 pm
BJP join hands with in the upcoming assembly elections in Punjab
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, চণ্ডিগড়: আগামী বছরের শুরুতেই পাঞ্জাব বিধানসভার নির্বাচন (Punjab assembly election)। কৃষক আন্দোলনকে(farmers agitation) কেন্দ্র করে এই রাজ্যে যথেষ্টই কোণঠাসা বিজেপি (BJP)। এরইমধ্যে রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে আনকোরা এক নতুন দলের সঙ্গে জোট করার কথা ঘোষণা করল গেরুয়া দল।

মাত্র মাস দু’য়েক আগে কংগ্রেস ছেড়ে নিজের নতুন দল গড়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(amrinder sing)। তৈরি করেছিলেন তাঁর নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস(punjab lok congress)। অমরিন্দরের এই নতুন দলের সঙ্গেই জোট গড়ে আসন্ন বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে লড়াই করবে বিজেপি।

অমরিন্দর কংগ্রেস ছাড়ার পর জল্পনা চলছিল যে, হয় তিনি নতুন দল গঠন করবেন, নতুবা বিজেপিতে যোগ দেবেন। শেষ পর্যন্ত অমরিন্দর নতুন দল করেছেন। সেই দলই বিজেপির সঙ্গে জোট গড়ল।

শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠক করেন অমরিন্দর। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে জোটের কথা ঘোষণা করেন তিনি। এদিন দিল্লিতে শেখাওয়াতের সঙ্গে বৈঠকের ছবিও টুইট করেছেন অমরিন্দর।

এদিন সাংবাদিক বৈঠকে অমরিন্দর জানান, তাঁর দল পাঞ্জাব লোক কংগ্রেস এবং বিজেপির মধ্যে জোট চূড়ান্ত হয়েছে। এখন শুধু আসন বণ্টনের পালা। তাঁরা দেখতে চাইছেন, কোন দল কাকে কোথায় প্রার্থী করছে। সেই মতই তাঁরা নিজেদের প্রার্থী বাছাই করবেন। একই সঙ্গে অমরিন্দর বলেন, তাঁদের একমাত্র লক্ষ্য হল জয়।তাঁদের জোটই নির্বাচনে ক্ষমতায় আসছে বলেও দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

যদিও আসন্ন বিধানসভা নির্বাচনে এই জোটের সফল হওয়ার সম্ভাবনা কতটা সে বিষয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল। তার কারণ কৃষি আন্দোলনে মূলত পাঞ্জাবের কৃষকরাই সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তাঁদের বিজেপি বিরোধী ভূমিকা যদি ভোটের বাক্সে প্রতিফলন ঘটলে বিজেপি ও পাঞ্জাব লোক কংগ্রেসের জোট বিধানসভা নির্বাচনে কিছুই করতে পারবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles