🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

X Mass: আসছে স্যান্টা, ওর সঙ্গেই বড়দিনে ঘুরুন

By Sudipta Biswas | Published: December 22, 2021, 12:35 pm
X Mass: Santa is coming, hang out with him at Christmas
Ad Slot Below Image (728x90)

News Desk: বড়দিন এলেই উৎসবের আমেজে মেতে ওঠে সকলে। ওই দিনটি কীভাবে কাটানো হবে তা আগে থেকেই প্ল্যান করা হয়। এই বছর ২৫ ডিসেম্বর পড়েছে শনিবার। সেক্ষেত্রে পরের দিন আবার রবিবার। ফলে উৎসবের আমেজ কাটিয়ে উঠতে হাতে থাকবে আরও একটি ছুটির দিন। তাই কোনোদিকে না তাকিয়ে কাছেপিঠেই কোথাও একটি ‘শর্ট ট্রিপ’ প্ল্যান করা যেতেই পারে।

কোথায় যাওয়া যায়, একদিনের জন্য খরচ কত পড়বে, সেখানকার পরিবেশ কেমন সেই সংক্রান্ত কিছু তথ্য দেখে নিন। 

ইটাচুনা রাজবাড়ি- একটু শান্তিতে মনোরম পরিবেশে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ইটাচুনা রাজবাড়ি। হুগলীর খন্যানে রয়েছে এই রাজবাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয়। এখানে ৮,০০০ পর্যন্ত খরচ হতে পারে।

সুন্দরবন গেটওয়ে রিসর্ট- একদিনের ট্রিপ উপভোগ করতে অন্যতম সেরা ঠিকানা সুন্দরবনের এই রিসর্ট। একই ছাদের তলায় মিলবে সুন্দর ও নিরিবিলি পরিবেশ এবং স্বুস্বাদু খাবার। এখানে আসতে হলে অবশ্যই করাতে হবে অনলাইন বুকিং। এই রিসর্টে একদিনের জন্য ৭,০০০ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে।

ইকোপার্ক রিসর্ট- বড়দিনে কলকাতার বাইরে যেতে না চাইলে শহরের মধ্যেই রয়েছে বহু পরিচিত ঠিকানা ইকোপার্ক। ঘোরার সাথে সাথেই ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের খাবারেরও। অর্থাৎ সারাদিন মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি হয়ে যাবে ভুরিভোজ। তবে রাত্রে থাকতে হলে অবশ্যই আগে থেকে কথা বলে বুকিং করে নিতে হবে। ইকোপার্ক রিসর্টে আসতে হলে খরচ পড়বে প্রায় ৬,৫০০ টাকা।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles