🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

China: আমাদের হয়ে যাও…চিনের শীতল হুমকি শুনল তাইওয়ান

By Sports Desk | Published: October 9, 2021, 1:39 pm
Xi Jinping vows Taiwan
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: পরপর বিমান বাহিনীর অভিযানে পূর্ব এশিয়ার আকাশ গরম করেছে চিন (China)। ক্রমাগত তাইওয়ানের উপর পাক খেয়েছে চিনা যুদ্ধ বিমান। তাদের তাড়া করেছে তাইওয়ানের বিমান বাহিনী। তাইওয়ানের আশঙ্কা চিন যুদ্ধ শুরু করবে।

এই পরিস্থিতিতে বেজিং থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জানালেন, তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে পুনর্মিলন চাইছি। জিনপিং বলেন, এক দেশ দুই প্রশাসনিক পরিচালন নীতির অধীনে শান্তিপূর্ণ পুনর্মিলন দেখতে চান, যেমন হংকংয়ের ক্ষেত্রে হয়েছিল। চিন বিপ্লবের ১১০তম বার্ষিকী স্মরণে শনিবার বেজিংয়ের গ্রেট হলে এমন ভাষণ দেন তিনি। 

জিনপিং জানিয়েছেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চিন এই পুনর্মিলনের বিষয়টি অবশ্যই অর্জন করবে।

পুরো সপ্তাহ জুড়ে চিনের লাগোয়া ছোট্ট দ্বীপ তাইওয়ানের আকাশ সীমা বারবার লঙ্ঘন করেছে চিনের যুদ্ধ বিমান। তাইওয়ান সরকার প্রতিবারই নিজেদের বিমান বাহিনী পাঠিয়েছে তাড়া করতে। দু তরফের এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহল আলোড়িত।

বিবিসি জানাচ্ছে, তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চিন। আর তাইওয়ান দাবি তরে তারা স্বাধীন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ান দ্রুত নিজেদের স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা করবে। তাই চিন উদ্বিগ্ন। ভয় ধরাতেই এমন করছে চিন সরকার

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles