🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

লিজেন্ডস ক্রিকেট লীগে প্রাক্তন তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি

By Sudipta Biswas | Published: December 24, 2021, 3:36 pm
Former star cricketers scatter in the Legends Cricket League
Ad Slot Below Image (728x90)

Sports Desk: লিজেন্ডস ক্রিকেট লীগ, অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের একটি পেশাদার ক্রিকেট লীগ। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে তিনটি দলের মধ্যে এই লিগটি অনুষ্ঠিত হবে।

এই লীগে পাকিস্তানের পেস বোলার শোয়েব আখতার এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার সনৎ জয়সুরিয়া আগামী মাসে উদ্বোধনী পর্বে এশিয়া লায়ন্স দলে হয়ে মাঠে নামবে।এশিয়া লায়ন্স ছাড়াও বাকি দুটি দল ভারত ও অবশিষ্ট বিশ্বের হবে।

এশিয়া লায়ন্সে টিমে রয়েছেন শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, জয়সুরিয়া, মুত্থাইয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রোমেশ কালুভিতার্না, তিলকরত্নে দিলশান, আজহার মাহমুদ, উপুল থারাঙ্গা, মিসবাহ-উল হক, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মহম্মদ ইউসুফ, উমর গুল, ইউনিস খান এবং আসহার আফগান।

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী লিজেন্ডস ক্রিকেট লিগের কমিশনার। তিনি বলেন, ‘শীর্ষ স্তরে এটা উত্তেজনাপূর্ণ ক্রিকেট হবে। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের এশিয়ান তারকারা একটি দলে একত্রে রয়েছে যা অবশ্যই অন্য দুটি দলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেবে।

শাস্ত্রী বলেন, ‘আফ্রিদি, মুরলিধরন, চামিন্দা, শোয়েব মালিক সবাই এক দলে খেললে তা হবে বিস্ফোরণ’।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles