🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Kolkata Allen Park: একাধিক নিয়ম বদলে আজই উদ্বোধন পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালের

By Entertainment Desk | Published: December 20, 2021, 1:45 pm
park-street-christmas-festival
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই সোমবার পার্ক স্ট্রিটে (Park Street) শুরু হচ্ছে এই বছরের ক্রিসমাস ফেস্টিভ্যাল (Christmas Festival in Kolkata)। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেন্ট জেভিয়ার্স কলেজেও যেতে পারেন।

করোনা পরিস্থিতিতে প্রতি বছরের মত এই বছর অনুষ্ঠান সূচি থেকে নানা অনুষ্ঠান বাদ পড়লেও ২০২১-কে বিদায় জানাতে প্রস্তুত কলকাতার পার্ক স্ট্রিট। এই বছর ক্রিসমাস ফেস্টিভ্যালে পার্ক স্ট্রিটে বা অ্যালেন পার্কের সামনে কোনও খাবারের স্টল থাকবে না। লাইভ পারফরম্যান্সের জন্য অ্যালেন পার্কের মধ্যে নিয়ন্ত্রিত অনুমতি দেওয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে তা সীমাবদ্ধ থাকবে। তবে পারফরম্যান্সগুলি ফেসবুক লাইভে দেখা যাবে।

প্রতিবছর অ্যালেন পার্কে বড়দিনের উত্‍সবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই উত্‍সবের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট চত্বর। আলোয় ঝলমল করছে চারদিক।

শীতের মরসুমে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় টানতে উদ্যোগী হয়েছে পর্যটন দফতর। সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক জেলায় এবার শুরু হচ্ছে বড়দিন বা বর্ষবরণের উত্‍সব। পর্যটন দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, চন্দননগর জেলাতেও এবার পর্যটন দফতরের উদ্যোগে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল পালিত হবে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles