Ushti : উস্তিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা
নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তি থানা এলাকায় রবিবার রাতের অন্ধকারে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ওই যুবক। ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্ত যুব তৃণমূল (TMC) নেতার নাম সুজাউদ্দিন গাজি। তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। রবিবার রাত ১০টা নাগাদ উস্তির উত্তর কুসুম এলাকা দিয়ে যাওয়ার সময় সুজাউদ্দিনকে আচমকা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উস্তি থানার পুলিশ।
পুলিশ গিয়ে সুজাউদ্দনিকে উদ্ধার করে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।
এদিকে এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই সুজাউদ্দিনের অস্ত্রোপচার শুরু করা হয়েছে। তাঁর পেটে একটি গুলি লেগেছিল, যা পিঠ থেকে বেরিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সুজাউদ্দিনের পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েছেন।

