🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Weather Update: হিমেল হাওয়ায় কাঁপছে রাজ্য, মরসুমের শীতলতম দিন আজ

By Entertainment Desk | Published: December 17, 2021, 10:06 am
Bird Kingfisher
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, কলকাতা: অঘ্রাণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে জমাটি ঠান্ডা। উত্তুরে হিমেল হাওয়ায় রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রা। শিরশিরানি হাওয়ায় দক্ষিণবঙ্গে (South Bengal) রীতিমতো জাঁকিয়ে শীত (Winter) পড়েছে। তাপমাত্রাও (Weather) নামল।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন তার থেকেও কমল তাপমাত্রা।

আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিস্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।               

হাওয়া অফিসের তরফে আরও জানান হয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১২ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে এরকমই শীতের আমেজ থাকবে।  অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আর নেই বললেই চলে।              

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles