🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

স্টুডেন্টস আইডি কার্ড দেখিয়ে ভ্যাকসিনের জন্য নাম লেখাতে ১৫-১৮ বছর বয়সিরা

By Sudipta Biswas | Published: December 27, 2021, 5:21 pm
15-16 year olds to register for the vaccine by showing the student ID card
Ad Slot Below Image (728x90)

প্রতিবেদন, ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বেশিরভাগ অভিভাবক চিন্তিত ছিলেন কিভাবে তাঁরা ছেলেমেয়েদের জন্য টিকা নেওয়ার আবেদন করবেন! সোমবার সেই কৌতূহলের নিরসন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (health ministry)।
সোমবার (monday) মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন নেওয়ার জন্য ১৫ থেকে ১৮ বছর বয়সিরা ১ জানুয়ারি থেকে নিজেদের নাম নথিভুক্ত (name registration) করতে পারবে। কো-উইন অ্যাপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

কো-উইন অ্যাপের প্রধান আর এস শর্মা বলেছেন, এখনও পর্যন্ত ১৫ থেকে ১৮ বছর বয়সীদের অনেকেরই আধার কার্ড নেই। সেক্ষেত্রে নাম নথিভুক্ত করতে গেলে হয়তো তারা সমস্যায় পড়তে পারে। কিন্তু এতে চিন্তার কিছু নেই। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের আধার কার্ড নেই তারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া আইডি কার্ডের সাহায্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের অনেকেরই যে আধার কার্ড নেই এটা জানার পরেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সে জন্য কো-উইন অ্যাপে বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে।

আর এস শর্মা আরও বলেছেন অনেক অভিভাবকই তাঁদের ছেলেমেয়েদের আধার কার্ড না থাকায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি জানার পর সরকার এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তাই যেসমস্ত ছাত্রছাত্রীর আধার কার্ড তৈরি হয়নি তাদের মা-বাবার দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ তাঁরা স্টুডেন্টস আইডি কার্ড দেখিয়েই কো-উইন অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি কোন ছাত্র-ছাত্রীর স্কুলের আইডি কার্ড না থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত একটি প্রশংসাপত্র নিয়ে তার মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবে। ৩ জানুয়ারি থেকেই ছোটদের জন্য ভ্যাকসিন দেওয়ার কাজ গোটা দেশেই শুরু হয়ে যাবে বলে শর্মা জানান।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles