🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

WBPSC-তে একগুচ্ছ পদে নিয়োগ

By Sudipta Biswas | Published: January 5, 2022, 11:25 pm
Appointment to a group of posts in WBPSC
Ad Slot Below Image (728x90)

নতুন বছরের শুরুতেই সুখবর চাকরীপ্রার্থীদের জন্য, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুবিপিএসসিতে (WBPSC) একগুচ্ছ পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। শিক্ষকতা সংক্রান্ত বেশির ভাগ পদই । সরকারি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ।

সরকারি ওয়েবসাইটটি হল wbpsc.gov.in। এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানেই পাওয়া যাবে। কে কোন পদে আবেদন করতে পারবেন, মিলবে সে তথ্যও । পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুবিপিএসসিতে আবেদন করার আগে প্রার্থীর শিক্ষার যোগ্যতা, বয়স, আবেদন দিনক্ষণের ব্যাপারে সব তথ্য ওয়েবসাইটে রয়েছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভাল করে সে সব তথ্য দেখে নেওয়ার জন্য কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক

প্রোটোকল অফিসার: শূন্যপদের সংখ্যা-১। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরে কাজ

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, ইকোনমিক্স, মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে একটি

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, হিন্দি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ- ১

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, সাইকোলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদ রয়েছে ২টি

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, জুলজি (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, এখটি শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, উর্দু (মেথডোলজি কোর্স): টিচার্স ট্রেনিং কলেজ, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অন্তর্গত, শূন্যপদের সংখ্যা ২

ভূগোল শিক্ষিকা, ডাউহিল গার্লস স্কুল, কার্শিয়াং: রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের অন্তর্গত, একটি শূন্যপদ রয়েছে

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles